ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম


ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম

ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিমছবি: প্রাইম ব্যাংকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। রোববার আনুষ্ঠানিকভাবে তারা এ কথা জানায়।

গত আসরেও প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তামিম। কিছুদিন আগেই তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।

বিপিএল ফাইনালের পরই লন্ডন চলে যান তামিম। ওখান থেকে ফিরে ইতোমধ্যেই মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে প্রাইম ব্যাংকের হয়ে অনুশীলনও শুরু করেছেন তামিম। আগামী ১১ মার্চ ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে তার দল।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৩০০ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ওপেনার। ২২ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে প্রথম শ্রেণির এই ক্রিকেটে ১০ হাজার ৮২৯ রান করেছেন তিনি।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×