এন্ডরিকের গোলে ব্রাজিলের জয়


এন্ডরিকের গোলে ব্রাজিলের জয়

ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গোল করেছেন দলটির ১৭ বছর বয়সী ফুটবলার এন্ডরিক। আর এতে ৬ মাস পর জয়ের স্বাদ পেলো সেলেসাওরা।

নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে ঘুরে দাঁড়ানোর মিশনে এদিন শুরুর একাদশেই অভিষেক পাঁচ ফুটবলারের। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শটে হতাশ করেন ভিনিসিয়াস জুনিয়র। ৩৫ মিনিটে পাকেতার শট প্রতিহত হয় গোলপোস্টে। মিনিট দুয়েকের মাথায় ফিল ফোডেনের দুর্বল শট হতাশ করে ইংল্যান্ড সমর্থকদের।

এরপর ম্যাচের ৮০ মিনিটে ডেডলক ভাঙেন ব্রাজিলের বদলি ফরোয়ার্ড এন্ডরিক। ভিনিসিয়াসের শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেও ফিরতি বলে স্কোরশিটে নাম তোলেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচের শেষ দিকে এন্ডরিকের আরও একটি শট ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। ফলে ব্যবধান না বাড়লেও ওয়েম্বলিতে ২০ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পায় থ্রি লায়ন্স।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×