মেট্রোরেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, চলছে বিয়ারিং প্যাড মেরামতের কাজ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:০৬ এম, ২৭ অক্টোবর ২০২৫
ফার্মগেটে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় একদিন পরও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ঘটনাস্থলে এখন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি দল।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ফার্মগেট এলাকায় গিয়ে দেখা যায়, ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম দুর্ঘটনাস্থল পিলারে কাজ করছে। দলটির সদস্যরা জানান, যত দ্রুত সম্ভব মেরামত শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, জাপানি কারিগরি দলের এক সদস্য জানিয়েছেন, “অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি।”
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে পথচারী আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়।
দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।