
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন করে তিনজন দায়িত্ব পেয়েছেন।
তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক হিসেবে মেজর অবসরপ্রাপ্ত মো. শাফাওয়াতউল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচালক প্রটোকল পদে মেজর অবসরপ্রাপ্ত মইনুল হোসেন এবং পরিচালক সমন্বয় হিসেবে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মো. গণীউল আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার ৩ জানুয়ারি তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামে পরিচিত, প্রেস সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।
এ বি এম আব্দুস সাত্তার অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।