
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) এবার সাতটি গুরুত্বপূর্ণ ইউনিট ও সেলের দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে।
মঙ্গলবার বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ যে সেল ও ইউনিটগুলো তত্ত্বাবধান করবেন, সেগুলো হলো মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট।
এটি আসিফ মাহমুদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি গত ২৯ ডিসেম্বর এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবেও দায়িত্ব পান।