
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খান এবং সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদের নোটিশ জারি করেন।
জানা গেছে, আহমেদ আযম খান বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোট প্রার্থনা এবং অনুদান ঘোষণা করায় অভিযোগ দায়ের হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই অভিযোগটি ২৯ ডিসেম্বর, স্মারক নম্বর ০৫.৪১.৯৩৮৫.০০০.০৪.০০৩.২৫.১১৬৪ মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পাঠায়।
লিখিত অভিযোগের সঙ্গে সংযুক্ত ভিডিও ও ছবি পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক এক অনুষ্ঠানে আহমেদ আযম খান বলেছেন,
“১২ বার তো ভোট দিয়েছেন, এবার ১৩ বারের নির্বাচনে হিসেব করে ভোট দেন। আমি ধানের শীষের প্রার্থী হয়েছি। আমার দল বিএনপি ইতোমধ্যে ঘোষণা করেছে আগামী নির্বাচনে বিএনপি পাস করলে দুই কোটি ফ্যামিলি কার্ড দেবে।”
এছাড়া তিনি নির্বাচনের প্রথম বছরে দুটি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। ভিডিও যাচাই করে বিষয়টি সত্য প্রমাণিত হলে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি-২০২৫ লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
অন্যদিকে, সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম খানের বিরুদ্ধে একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে লিখিত নোটিশের সঙ্গে সংযুক্ত ছবিসমূহ যাচাই করলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ফলে, উভয়কে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আদালতের কাছে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।