
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জনগণের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার ফুয়াদ জানিয়েছেন, তার আবেদনকে সাধারণ জনগণ দ্রুত সাড়া দিয়েছেন। মাত্র ২৫ ঘণ্টায় ব্যাংক, বিকাশ ও নগদে তাকে প্রায় ২২ লাখ টাকা অনুদান পাঠানো হয়েছে।
ফুয়াদ লাইভে বলেন, “দুটি বিকাশ অ্যাকাউন্টে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা, একটি নগদ অ্যাকাউন্টে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা, আর ব্যাংক হিসাবে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা জমা হয়েছে।” এছাড়া নির্বাচনী কার্যালয়ে এসে একজন সাংবাদিক ২ হাজার টাকা অনুদান দিয়েছেন। সব মিলিয়ে, রবিবার রাত ৯টা থেকে সোমবার রাত পর্যন্ত প্রায় ২১ লাখ ৯৫ হাজার টাকা নির্বাচনী তহবিলে যোগ হয়েছে।
নির্বাচনী তহবিলে সাহায্য করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন। ফুয়াদ বলেছেন, “আমার ভিডিও অনেকে ফেক পেজে কপি করে প্রচার করছে, সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন শুধু আমার ফেসবুক পেজে দেওয়া অফিসিয়াল নম্বরে টাকা পাঠান।”
ব্যারিস্টার ফুয়াদ আরও জানিয়েছেন, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেনের হিসাব এবং অর্থের ব্যবহার জনসমক্ষে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।
এর আগে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তার আবেদন করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। এতে কেউ সমালোচনা করলেও অনেকে তার উদ্যোগকে প্রশংসা করেছেন। এরপর থেকে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিমাণে টাকা বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে পাঠাতে শুরু করেছেন সমর্থকরা।