
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা শেষে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার গুরুতরতা বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তার চিকিৎসা চলছিল রাজারহাট নিউটাউনের কাছে গোপন বাড়িতে। হঠাৎ অবস্থার অবনতি ঘটায় তাকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তবে চার দিনের মধ্যে সুস্থতা আংশিক ফিরে আসায় সোমবার, ৫ ডিসেম্বর দুপুরে তিনি গোপন বাসায় ফিরে যান।
সূত্র জানায়, বাংলাদেশে জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর ভারতে এসে অবস্থান করছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। নিউটাউনের বাড়িতেও তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু আকস্মিক অবনতির কারণে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভেন্টিলেশনে রাখা হয়।
সূত্র আরও উল্লেখ করেছে, হাসপাতালে থাকা তার জন্য আরামদায়ক ছিল না। তাই আপাতত গোপন বাসাতেই চিকিৎসা চালানো হচ্ছে।