
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার ঘোষণা করতে যাচ্ছে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা। এতে নির্বাচনী প্রস্তুতিতে দলটির আনুষ্ঠানিক অভিযাত্রা আরও জোরদার হচ্ছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এই তথ্য জানান। তিনি বলেন, ১০ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের প্রথম পর্যায়ের নাম প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক তালিকা তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানায়।