
রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপি।
তারেক রহমান আরও বলেন, “দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। বিভাজন ও বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয়।” তিনি জোর দিয়ে বলেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এটি হবে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং আইনের মাধ্যমে।
দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, সরকারের ক্ষমতায় গেলে স্বাবলম্বী মা ও পরিবার গড়ে তোলা হবে। শিক্ষা খাতে নতুন উদ্যোগ হিসেবে তিনি জানান, স্কুলে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক হবে, এবং শিক্ষার্থীরা নিজেই ঠিক করবে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি অন্তত একটি অতিরিক্ত ভাষা শিখতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনায় রয়েছে তরুণদের বিদেশে পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কার্যকর হবে এবং রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছানো হবে।
মসজিদ সংক্রান্ত নীতিও তিনি তুলে ধরেন। তারেক রহমান বলেন, “বাংলাদেশে প্রায় ৩ লাখের মতো মসজিদ আছে। মসজিদগুলোতে যে ইমাম-মুয়াজ্জিন সাহেবরা আছেন, তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।”
সভায় তিনি মন্তব্য করেন, “অনেকেই অনেক কথা বলছে, কিন্তু ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে তা বিএনপির মতো বিস্তারিত কেউ তুলে ধরেনি।”