
কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে উত্তরা আর্মি ক্যাম্প। রাজধানীর ব্যস্ত এই এলাকায় চালানো অভিযানে ধরা পড়া দুজনই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের আওতাধীন উত্তরা আর্মি ক্যাম্প মঙ্গলবার ৯ ডিসেম্বর বিএফডিসি রেলগেটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মো. মিলনকে আটক করে।
বুধবার ১০ ডিসেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে একটি স্প্যানিশ পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।