
বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক দুই প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে খালেদা জিয়ার সাম্প্রতিক স্বাস্থ্য সংকট। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে দেয়া এক সংক্ষিপ্ত ইমেইল সাক্ষাৎকারে সেখানে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
হাসিনা সাক্ষাৎকারে বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি।”
আইএএনএস তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকার ভিত্তিক একটি নিজস্ব প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্য পরিস্থিতি এবং সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট সম্পর্কে ইমেইলে প্রশ্ন করা হলে শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।