
একটি দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গঠনের প্রত্যয়ে দৃঢ় অবস্থান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা দুর্নীতি করব না, করতেও দেব না।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে স্থানীয় বিশিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
সভায় তিনি জানান, বিভিন্ন বন্ধুসংগঠন জানিয়েছে যে তারা নির্বাচিত হলে জামায়াতকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। তবে তার পাল্টা বক্তব্য, জাতির সেবা করার সুযোগ পেলে জামায়াত বরং তাদের অন্তর্ভুক্ত করেই জাতীয় সরকার গঠন করবে।
ডা. শফিকুর রহমান বলেন, এই জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তিনটি শর্ত থাকবে। প্রথমত, নিজে দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া যাবে না। দ্বিতীয়ত, বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করা চলবে না। তৃতীয়ত, জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হলে তার বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবে না।
তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের ঘটনাকে কেউ আগে অনুমান করতে পারেনি। তার ভাষ্য, “৫৭ জন সেনা অফিসার ও জামায়াত নেতাদের শাহাদাতের মাধ্যমে যে স্টিমরোলার শুরু হয়, নির্যাতনের সেই শেষ হয় জুলাই বিপ্লবের মাধ্যমে।”
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকে এক হতে আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, “চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ করতেই হবে। অনেকে খেটে খাওয়া মানুষের সঙ্গে পাঁচ-দশ টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ দুর্নীতিবাজ-চাঁদাবাজরা দেশটা শেষ করে দিচ্ছে, সেদিকে কারও খেয়াল নেই।”
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন।