
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত এই বিরতি চলাকালে মাত্র দুই মাসে ইসরায়েল ৭৩৮ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
মঙ্গলবার ৯ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে দপ্তরটি জানায়, এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তাদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির শর্ত ও সংশ্লিষ্ট মানবিক বিধানগুলোকে উপেক্ষা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি চালু থাকা সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত আক্রমণে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৯৮৭ জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। চুক্তির অংশ হিসেবে হামাস জীবিত ২০ বন্দীকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে এবং একজন বাদে মৃত ২৭ বন্দীর মরদেহও হস্তান্তর করা হয়েছে। এর বিনিময়ে ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে এবং গাজার নির্দিষ্ট এলাকায় সেনা প্রত্যাহার করেছে।
তবে যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল গাজায় হামলা বন্ধ রাখা, যা এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি ইসরায়েল।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু করতে তৎপরতা বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা