বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল


বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তার দাবি, সরকার যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে সংস্কার ও ঐকমত্য নিয়ে আলোচনা চললেও কয়েকটি বিষয়ে বিএনপি একমত হতে পারেনি।  

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আ স ম রব) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে আমরা সেগুলো পুনরায় সামনে আনব এবং সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব।”  

তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য রয়েছে। “নোট অব ডিসেন্ট” ছাড়া জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন।  

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে, তাই তাদের প্রতি আহ্বান—নির্বাচনের বিরোধিতা না করার জন্য।  

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।  

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×