ঐকমত্য কমিশনকে ‘সালাউদ্দিন কমিশন’ বানিয়ে ফেলা হয়েছিল: নাসীরুদ্দীন


ঐকমত্য কমিশনকে ‘সালাউদ্দিন কমিশন’ বানিয়ে ফেলা হয়েছিল: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘‘রেফারিকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। কমিশনের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। কিন্তু যখন ঐকমত্য কমিশনকে বানিয়ে ফেলা হলো ‘সালাউদ্দিন কমিশন’, তখন কমিশনের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এখন তারা তাদের অবস্থান ফিরে পেয়েছে।”

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঐকমত্য কমিশনের মেরুদণ্ড অবশেষে ফিরে এসেছে। সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত্য কমিশন তার আসল অবস্থানে ফিরে এসেছে; এজন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে লক্ষ্য করেছি, সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে। তবে আমরা সেই অবস্থান থেকে কমিশনের মেরুদণ্ড ঠিক করেছি। এখন কমিশন নিজস্ব অবস্থানে ফিরে এসেছে।”

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, “আপনারা সাইন করে ভুল করেছেন। বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে সেটা না জেনে সই করা ঠিক হয়নি। এখন জনগণের কাছে ফিরে আসুন, জনগণের পক্ষ নিন। নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।”

তিনি বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনার গদি দিনে নড়েনি, রাতে ঠিক করা হয়েছে। রাতের আঁধারে ব্যাংক-বাণিজ্য থেকে শুরু করে রাষ্ট্রের সবখানে আপস হয়েছে। কিন্তু আমরা সেই দিন-রাতের আপস রাজনীতিকে শেষ করতে চাই। আমরা চাই বাংলাদেশ সত্যিকারের ঐকমত্যের পথে এগোকে।”

শেষে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা দিনের বেলায় ঐকমত্য কমিশনে সময় দেন, কিন্তু রাতের বেলায় বিভিন্ন দূতাবাস ও প্রভাবশালী শক্তির সঙ্গে বৈঠক করেন। এই দ্বৈত আচরণ থেকে বেরিয়ে আসুন। ভুল স্বীকার করুন, জনগণের পক্ষে দাঁড়ান, তাহলেই বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×