নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠক


নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভা কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। বৈঠক শুরু হয় দুপুর ১২টা ১০ মিনিটে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং চারজন কমিশনার উপস্থিত ছিলেন। জামায়াতের দিক থেকে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×