আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না: সারজিস আলম


আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না: সারজিস আলম

আগুন লাগার সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতাকে কেবল অপ্রীতিকর দুর্ঘটনা হিসেবে দেখার রাজি নন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। তিনি বলছেন, এই ঘটনার রেশ সরকারের অযোগ্যতা ও স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।

শনিবার, ১৮ অক্টোবর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি সরকারের দায়িত্বশীলতায় দৃঢ় সমালোচনাও তোলেন।

তিনি লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা, অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। 

তিনি আরো লেখেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×