পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক: জামায়াত আমির


পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক: জামায়াত আমির

জুলাই সনদ স্বাক্ষরের দিনেও রাস্তায় নেমে পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয়েছে জুলাই যোদ্ধাদের—এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বরে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া অত্যন্ত লজ্জাজনক। অনেকের দাবি মানা হলেও তাদের দাবি উপেক্ষা করা হচ্ছে—এটা কোনোভাবেই ন্যায়সংগত নয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো এত নির্যাতন আর কোনো দলকে সহ্য করতে হয়নি। তাই জুলাই মজলুমদের যন্ত্রণা আমরা সবচেয়ে গভীরভাবে অনুভব করি।

দলটির আমির জানান, জামায়াত কখনও প্রতিশোধের রাজনীতি করে না। জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়নি।

তার ভাষায়, “সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত কোনো অপরাধে জড়ায়নি, ভবিষ্যতেও কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×