এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ
‘অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না’
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২০ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ শুক্রবার বলেছিলেন, ‘অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জুলাই সনদে থাকা যেসব দিকনির্দেশনা বাস্তবায়ন করা যাবে না। ভবিষ্যতে যে সরকার আসবে, যেখান থেকে যেকেউ নির্বাচিত হোক, তাদেরই এই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।’
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমরা যারা দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের কাছে আমাদের আবেদন, তারা যেন এমন সৎ ও যোগ্য প্রতিনিধিকে সংসদে পাঠায়, যিনি সাধারণ মানুষের কষ্ট বুঝবেন, সুশাসনের পথ তৈরি করবেন এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন। তখনই আমাদের সংগ্রাম সার্থক হবে।’
সমাবেশে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও মতলব এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।