আফগান-পাকিস্তান সংঘর্ষের উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তুতি জানাল ইরান


আফগান-পাকিস্তান সংঘর্ষের উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তুতি জানাল ইরান

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দুই মুসলিম প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান সহযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ১৮ অক্টোবর শনিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় এ কথা বলেন আরাঘচি। তিনি উভয় পক্ষকে সংযম বজায় রেখে শত্রুতা বন্ধ করতে এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানান।

আরাঘচি সতর্ক করেন যে, দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা শুধুমাত্র মানবিক ক্ষতি সৃষ্টি করবে না, বরং পুরো আঞ্চলিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলবে। তিনি আবারও ইরানের পক্ষ থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং গঠনমূলক সংলাপ পরিচালনার জন্য প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

আলাপচারিতায় আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিও ইরানের মন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জোর দিয়ে বলেন, "আফগানিস্তান সামরিক সংঘাতের চেয়ে সংলাপ এবং শান্তির পক্ষে।"

উভয় পক্ষ হেলমান্দ নদীর পানির অধিকারের বিষয়েও আলোচনা করেন। তারা বিদ্যমান পানিচুক্তি রক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

তাদের আলাপচারিতায় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়। শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তারা ব্যক্ত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×