স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত


স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে স্ত্রীর সঙ্গে বিবাদের এক পর্যায়ে একদল দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু।

সোমবার দিবাগত রাত ৩টার কিছু পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু (৪৫) কচুয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সরদার আবু বক্কার সর্দারের ছেলে। তিনি দুই স্ত্রীর স্বামী এবং এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক জীবনে দ্বৈত বিবাহের কারণে দীর্ঘদিন ধরে মিন্টুর দাম্পত্যে টানাপোড়েন চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্কের সময় হঠাৎ ৮ থেকে ১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে বেপরোয়া হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে মিন্টুকে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানায়।

স্থানীয় বিএনপি নেতা ও কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, “ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি।”

এদিকে, একই দিনে সকালে বাগেরহাট শহরের পচাদিঘি এলাকা থেকে সুমন্ত বিশ্বাস নামে এক রাজমিস্ত্রির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×