জামায়াতের যে ২ নেতা জুলাই সনদে সই করবেন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য গড়তে প্রস্তাবিত 'জুলাই সনদ' ঘিরে পদ্ধতি ও গণভোট ইস্যুতে মতপার্থক্য থাকলেও, সব রাজনৈতিক দলই ইতোমধ্যে এতে স্বাক্ষরের জন্য নিজেদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেছে।
জামায়াতে ইসলামী থেকেও এবার নির্ধারণ করা হয়েছে দুজন শীর্ষ নেতার নাম, যাঁরা দলটির পক্ষে সনদে সই করবেন। এই দুই নেতা হলেন, দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দীর্ঘদিন ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের প্রতিনিধিত্ব করে আসছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে, সেক্রেটারি জেনারেল হিসেবে মিয়া গোলাম পরওয়ার দলীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, এবং এবার তিনিও সনদে স্বাক্ষর করতে যাচ্ছেন।
গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদে কীভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কীভাবে নির্ধারিত হচ্ছে; এসব বিষয় জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। দলটি দেখতে চায়, তাদের এই প্রস্তাব সনদে কীভাবে প্রতিফলিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জামায়াত নেতারা শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে পারেন।
সই প্রসঙ্গে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই সনদে কী আছে, তা আগে দেখে তারপরই আমরা স্বাক্ষর করব।’