ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:১৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে শিবিরপন্থী অবস্থান নেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্যভাবে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারা শিবিরের প্রার্থীদের পক্ষেই কাজ করছেন।
তিনি আরও দাবি করেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে বুথ বসিয়েছি। অথচ শিবিরের কর্মীরা কেন্দ্রের কাছাকাছি থেকেই প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান নাছির উদ্দীন নাছির।