ক্ষমতায় গেলে পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করবে বিএনপি: মির্জা ফখরুল


ক্ষমতায় গেলে পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করবে বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পাশাপাশি ৩১ দফা পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফখরুল বলেন, “দেশের মালিক জনগণ, জনগণই সিদ্ধান্ত নেবে পিয়ার হবে কি হবে না। এ কারণেই আমরা বলছি এটি সঠিক নয়।”

তিনি আরও বলেন, “প্রতিদিন আন্দোলন এবং ঢাকায় যাওয়া দিয়ে সরকারের ব্যস্ততা বাড়ানো অর্থহীন। এই দুর্বল সরকার আন্দোলন করছে যাতে নির্বাচন না হয়।”

মহাসচিবের বক্তব্য, “জনগণ ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে চায়। নির্বাচনে জনগণ কোনো আপস করবে না।”

ফখরুল সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পিয়ার বাদ দিয়ে আসুন সবাই একত্রিত হয়ে নির্বাচন করি। যারা জিতবে, তারা সরকার গঠন করবে এবং বাকিরা তাদের সহযোগিতা করবে।”

সভায় উপস্থিত ছিলেন বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×