মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয়: রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আজ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি—পৃথিবীর কাছে নিদর্শন হয়ে গেছেন আরবের সেই মহামানব। কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে নিজেদের ধর্ম, নিজেদের ইসলামকেই বিভাজন ও দ্বন্দ্বের কারণ বানাচ্ছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।”
তিনি আরও যোগ করেন, “আজ যে মহামানবকে কেন্দ্র করে মিলাদ আয়োজন করা হয়েছে, তার বিস্তারিত বর্ণনা করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু তার রেখে যাওয়া আদর্শ, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী এবং তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যই যথেষ্ট শিক্ষণীয়। যদি আমরা সামান্যতম অনুকরণ করতাম বা লালন করতাম, তাহলে এই দেশে অন্যায়, অনাচার, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি ও রক্তারক্তি বন্ধ হয়ে যেত।”
রিজভী আরও বলেন, “যিনি আমাদের মডেল, যিনি আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।