আমি পলিটিক্স থেকে বিরত হব না: ফজলুর রহমান


আমি পলিটিক্স থেকে বিরত হব না: ফজলুর রহমান

জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানের সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন, ৭৮ বছর বয়সি এই রাজনীতিবিদের দীর্ঘ ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।

তবে এ নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘আমি পলিটিক্স থেকে বিরত হব না।’

তিনি আরও বলেছেন, ‘আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক। এই দেশের বাজারে গেলে আগুন লাগছে, রাজনীতিতে আগুন লাগছে। এই দেশের সমাজে আগুন লাগছে। এই দেশের কোনো মানুষ নিরাপদ না। ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদের লাঠিপেটা খাইতে হয়, আমি এটা চাই না। আমি চাই এই দেশ শান্ত থাকুক।’

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান এ ধরনের মন্তব্য করেছেন বলে জানা গেছে।

বাহাত্তরের সংবিধান প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি চাই সংবিধানে কোনো গ্যাপ থাকলে তা ছুড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক। প্রয়োজনে আরও দুইটা নীতি যোগ করা হোক, আমি তো না করি না।’

তবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে তিনি স্পষ্ট অবস্থান নেন। তার ভাষায়, ‘কিন্তু এটা (সংবিধান সংশোধন) হতে হবে সংসদের মাধ্যমে। সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে। এতে আমার কোনো আপত্তি নেই।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×