ছাত্রলীগকে আপনারা রাজনৈতিক অধিকার দিতে পারেন না: ভিপি প্রার্থী আবিদুল
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ২৫ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম খান বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ তাদের বাঁচার অধিকার আছে। তাদের খাদ্য ও বাসস্থানের অধিকার আছে কিন্তু রাজনৈতিক অধিকার তারা পেতে পারে না।
তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যদিও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফজলুল হক মুসলিম হলের এজিএস প্রার্থী তোফাজ্জল হত্যা মামলার আসামি, এজিএস রাকিবুল রিয়াদ ও জিএস এনামুল হাসান ২০২২ সালে ছাত্রদলের ওপর হামলায় জড়িত ছিলেন।
তার অভিযোগ, এফ রহমান হলে প্রভোস্ট পক্ষপাতিত্ব করছেন। তিনি জানান, ওই হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গুপ্ত শিবির ও বাগছাসের সদস্য আছেন এবং একজন সাংবাদিকও নির্বাচনে লড়ছেন, যিনি ছাত্রবান্ধব প্রার্থীদের ব্ল্যাকমেইল করছেন।
আবিদুল আরও বলেন, বিজয় একাত্তর হলের এজিএস প্রার্থী তানিম কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হয়ে হামলায় অংশ নিয়েছিলেন। একইভাবে ‘স্বতন্ত্র ঐক্য জোট’-এর মমিনুল ইসলাম বিধান ২০২২ সালের ছাত্রদলবিরোধী হামলায় যুক্ত ছিলেন। জগন্নাথ হলের স্বপন রায় ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক হলেও পদত্যাগ না করেই ভিপি পদে প্রার্থী হয়েছেন।
তিনি অভিযোগ করেন, আগে ছাত্রলীগের সময় ছিল গণরুম-গেস্টরুম কালচার, এখন চলছে মুড়ি পার্টির কালচার। মুড়ি পার্টিতে ছাত্রদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, কতজন প্রার্থীর নাম মুখস্থ করতে পেরেছে। যারা বেশি নাম বলতে পারছে, তাদের পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রচারণা শুরুর বিষয়েও অসন্তোষ প্রকাশ করে আবিদুল বলেন, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে প্রচার শুরু হওয়ার কথা থাকলেও রবিবার রাত ১টা ১৩ মিনিটে একজন স্বতন্ত্র প্রার্থী প্রচারণা চালিয়েছেন। যদিও তিনি পরে ক্ষমা চেয়েছেন, তবে এমন দৃষ্টান্ত অন্য প্রার্থীদেরও উৎসাহিত করতে পারে। তাই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনে সমান সুযোগ নেই উল্লেখ করে এই ভিপি প্রার্থী বলেন, আমরা যেভাবেই প্রচার করি না কেন, আশঙ্কা করছি গুপ্ত সংগঠনগুলো আমাদের ওপর আক্রমণ চালাতে পারে।
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, যদি সত্যিই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চান, তবে অবশ্যই এসব অনিয়ম ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।