দুর্নীতিবাজ ও জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে : জামায়াত আমির


দুর্নীতিবাজ ও জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে : জামায়াত আমির

দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দুর্নীতিবাজ ও জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে।” একইসাথে তিনি দৃঢ় ঘোষণা দেন, “যেখানে দুর্নীতি, সেখানেই আমাদের প্রতিবাদ থাকবে।”

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করা হয় জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণে।

বক্তব্যে জামায়াত আমির বলেন, “আল-কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথেই এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। গড়ে তোলা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দুর্নীতিবাজ ও জালিমদের কোনো ঠাঁই থাকবে না। তাদের জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দেশ থেকে দুর্নীতির চিহ্নও মুছে ফেলব।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। লড়াই চলবে যতদিন না জনগণ মুক্তি পায়।” তিনি স্মরণ করিয়ে দেন, “আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন সেই দৌড়ের মধ্যেই আমার দুনিয়ার জীবন শেষ করে শহীদের মর্যাদা দেন। আমাদের জন্য দোয়া করবেন।”

স্মরণসভায় যোগদানের আগে দুপুর ১টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি ঈশ্বরদী পৌর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর তিনি প্রথমে নিহত জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পরে তিনি স্মরণসভাস্থলে পৌঁছান।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাণঘাতী ঘটনায় নিহতদের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “একটি মেসেজ নিয়ে এসেছি—২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে সংখ্যাটা বেশি হবে।” তিনি আরও বলেন, “আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হন। নিহতদের পরিবার এবং আহতদের পাশে সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখব। অর্থ, রক্ত—যা লাগবে, আমাদের সহকর্মীরা দেবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×