ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন রহস্যজনক মনে করেন রিজভী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৯ পিএম, ২১ জুলাই ২০২৫

উত্তরার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, এমন জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা ‘রহস্যজনক’ এবং অগ্রহণযোগ্য।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে তিনি যান উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রিজভী বলেন, “এ এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা। এ এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন শিখবে, এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। এটা বিস্তীর্ণ প্রান্তরে হতে পারে। যশোর, কক্সবাজারের মতো জায়গায়ও হতে পারে। সেখানে পাশে সমুদ্র আছে, বিস্তীর্ণ জায়গা আছে। কিন্তু এ ধরনের ঘনবসতিপূর্ণ জায়গায় প্রশিক্ষণ বিমানে প্রশিক্ষণ নেবে, এটা আমি কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না।”
তিনি আরও বলেন, “নেভিগেশন বা টেকনিক্যাল বিষয়গুলো আমি অবশ্যই জানব না। কিন্তু সাদা চোখে যেটা মনে হয়েছে, চারদিকে এত বাড়িঘর, মানুষ থইথই করছে, এর মধ্যে একটা প্রশিক্ষণ বিমানে প্রশিক্ষণ নিতে পারে না। এটা নিয়ে প্রশাসন, সরকারের গুরুদায়িত্ব আছে। দায়িত্বে অবহেলা করলে প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন হতে থাকবে।”
বিমানবন্দরের আশেপাশে গড়ে ওঠা জনবসতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রিজভী। তার ভাষায়, “বিমানবন্দরের পাশে কী ধরনের লোকালয় গড়ে ওঠবে, তার পরিকল্পনা থাকা উচিত। আমার মনে হয়, যেসব লোকালয় গড়ে উঠেছে, তা পরিকল্পনার অংশ নয়। এত ঘনবসতি এই এলাকায় হতে পারে না।”
ঘটনার প্রেক্ষিতে, জননিরাপত্তা ও নগর পরিকল্পনা নিয়ে প্রশাসনের দায় ও ভবিষ্যৎ সতর্কতার বিষয়ে তীব্র বক্তব্য দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।