মিটফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে : চরমোনাই পীর
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৯ পিএম, ১২ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে যুবদলের কর্মীরা, যা আওয়ামী লীগের অতীতের ‘ফ্যাসিবাদী দমনপীড়নের’ চেয়েও ভয়াবহ।
শনিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, রাজনীতি কোনোভাবেই সহিংসতা বা মানুষ হত্যার জন্য নয়; বরং তা হওয়া উচিত মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যম। দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট গঠন রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। তিনি আরও বলেন, যারা রাজনীতিকে অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়েছে, তারাই দেশকে অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে।
বর্তমান প্রজন্মের সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী স্বৈরতন্ত্রের পতন যেমন হয়েছে, তেমনি বিএনপি নেতৃত্বাধীন নবফ্যাসিবাদী ধারাও জনগণের হাতে পতনের মুখে পড়বে।’
সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, ২০২৪ সালের ‘জুলাই অভ্যুত্থানে’ দেশের ছাত্র ও যুব সমাজ রাজপথে তাদের জীবন বিসর্জন দিয়েছে। ভবিষ্যতে তারাই খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজিমুক্ত একটি ইনসাফনির্ভর কল্যাণ রাষ্ট্র গড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল নগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।