জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে হেফাজতের প্রতিবাদ


জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে হেফাজতের প্রতিবাদ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এ সিদ্ধান্ত প্রতিহত করা হবে।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর হেফাজতের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন মামুনুল হক। এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতের নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী এবং যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মামুনুল হক বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্দেশ্য ও অতীত আচরণ আমরা জানি। তারা কখনও বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়নি। বরং এই উদ্যোগ দেশের জন্য আত্মঘাতী হবে।” তিনি দাবি করেন, বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠার পেছনে ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “ইসলামপন্থিরা এখন পর্যন্ত আপনাদের পাশে আছে। হাজারও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।” তিনি সরকারের উপদেষ্টা শারমীন মুরশিদকে “ইসলামবিরোধী ও সমকামীদের এজেন্ট” বলেও মন্তব্য করেন।

আরও বলেন, “আপনারা তিন দিনের অতিথি। নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে বিদায় নিন। নীতি নির্ধারণের কাজ নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিন।”

সমাবেশে মুফতি আব্দুর রব ইউসুফী অভিযোগ করেন, বর্তমান সরকার হেফাজতের সহযোগিতা সত্ত্বেও ইসলামবিরোধী পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “বিশ টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি বসানো হয়েছে।” তিনি হুঁশিয়ার করে বলেন, প্রয়োজনে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং রাজধানী ঢাকায় অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে গিয়ে শেষ হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×