এক মাসের ব্যবধানে ফের ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক


এক মাসের ব্যবধানে ফের ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক

এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার (২৮ মে) এই সাক্ষাতের তথ্য জানায় ব্রিটিশ হাইকমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি একাধিক আলোচনার অংশ বলে জানায় ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক আলোচনার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেন। এটি যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথকে নির্দেশ করে।

এর আগে গত ১৬ এপ্রিল এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×