কোন দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে: বিজেপি চেয়ারম্যান


কোন দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে: বিজেপি চেয়ারম্যান

কোন বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে আসতে কালক্ষেপণ করতে চাইলে অন্তর্বর্তী সরকারের জন্য ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

পার্থ বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের সময় পেছানোর কোন সুযোগ নেই। যদি এটা বর্তমান সরকার করতে চায় তবে ১৭ মিনিটেই সরকারের পতন ঘটবে। তার মত অনুযায়ী, স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি এ দেশের মানুষ। ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কারই কাজে আসবে না।

এসময় তিনি তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানান। বিজেপি চেয়ারম্যান বলেন, ১৭ বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগকে আর নষ্ট হতে দেওয়া যাবে না।

পরে পার্থ’র নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালি বের হয়। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বনানী মাঠ হয়ে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×