প্রধান উপদেষ্টার সাথে বৈঠক: অতিথি তালিকায় ছিল না নাম, ফিরে গেলেন অলি আহমদ


30 November/Oli Aymed.jpg
অলি আহমদ

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। এতে অংশ নিতে গিয়েও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। একই কারণে ফেরত যেতে হয়েছে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদকেও। 

এলডিপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সালাহ উদ্দীন রাজ্জাক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের আমন্ত্রণে বুধবার (৪ ডিসেম্বর) বিকাল তিনটার পর ফরেন সার্ভিস একাডেমির সামনে যান অলি আহমদ ও রেদোয়ান আহমেদ। পরে অতিথি তালিকায় নাম না থাকার বিষয়টি জানানো হলে বিকাল সাড়ে তিনটার দিকে সেখান থেকে ফেরত যান তারা। এ দিন বিকাল সোয়া চারটার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, ‘প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দিতে যাননি।’

তিনি জানান, ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এলডিপির সভাপতি ও মহাসচিবকে দাওয়াত দেন আদিলুর রহমান খান। দাওয়াত দিয়েও অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভাল বলতে পারবে।’ 

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি ও খেলাফত মসলিসের প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে যান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের চলমান নানা ইস্যুতে এ বৈঠক হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্রনেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বসেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে বসবেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×