ঢাকা ও আশপাশের আবহাওয়া পূর্বাভাসে যা বলা হয়েছে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৯ এম, ২১ অক্টোবর ২০২৫

ঢাকাসহ আশপাশের অঞ্চলে মঙ্গলবার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে। বাতাস বইবে উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে, যার গতি থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, “আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।”
মঙ্গলবার দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন, সোমবার, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে, আর আগামীকাল বুধবার সূর্য উঠবে ভোর ৫টা ৫৯ মিনিটে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি এবং আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।