
নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণের কাজ শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, রেজিস্ট্রেশনে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে দেশীয় ভোটার ৭ লাখ ৬১ হাজার ২৪০ জন এবং প্রবাসী ভোটার ৭ লাখ ৮২ হাজার ৫৪২ জন।
নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে প্রেস সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সমস্ত প্রস্তুতি সময়মতো সম্পন্ন হচ্ছে। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন প্রশিক্ষণ ইতোমধ্যেই চলছে। প্রত্যেক জেলা ও উপজেলায় মনিটরিং ব্যবস্থা থাকবে। এছাড়া পুলিশ, আনসার ও কোস্টগার্ডের প্রশিক্ষণ জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে।
ভোটের জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা বৃদ্ধির বিষয়েও তিনি বলেন, ভোটারদের সেবা নিশ্চিত করতে সংখ্যা বাড়ানো হচ্ছে। ১০ থেকে ৩০টি গাড়ি ৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ৪৯৫টি উপজেলায় ব্যবহৃত হবে।
গণভোট এবং নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়াসে প্রধান উপদেষ্টা আলেম সমাজের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আজ ৫০০ জন আলেমের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। গণভোট নিয়ে সাড়া পেয়েছেন তাদের থেকে। মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহও উপস্থিত ছিলেন।” বৈঠকে মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মালম্বীদের কীভাবে গণভোটে উৎসাহিত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে সপ্তাহে তিন দিন ব্রিফিং দেওয়ার পরিকল্পনা নিয়েও প্রেস সচিব তথ্য দেন। তিনি জানান, মঙ্গলবার থেকে ফরেন সার্ভিস একাডেমিতে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে আপডেট দেওয়া হবে।