
দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে শনি ও রোববার (১০ ও ১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বুধবার (৭ জানুয়ারি) জানান, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ শঙ্কা করা যাচ্ছে।
ফেসবুকে দেওয়া পোস্টে পলাশ লিখেছেন, “বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে। শনি ও রোববার তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।”
তিনি আরও জানিয়েছেন, বুধবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭.৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮.২ ডিগ্রি এবং ঢাকায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পলাশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেও শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৫–৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।