
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা আশা করছিলেন এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন—বিইআরসি ৫৩ টাকা বা আরও বেশি করেছে—অনেকে এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ কারণে আমরা কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি যে, প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।”
তিনি আরও জানান, “গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা হয়েছে। দামের অস্বাভাবিকতা কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে। সরকার জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।”
উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, এলপিজি গ্যাসের বাজার মনিটরিং ও অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো সুযোগ নেওয়া যাবে না।