
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা বিস্তারের নানা দিক আলোচনা করা হয়।
পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জাতীয় নির্বাচনের আগাম নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়।
এসময় আইজিপি বাহারুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবধর্মী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আইজিপি আরও উল্লেখ করেন, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তায় বিশেষ প্রটোকল কার্যকর করা হয়েছে। তাঁর আশা- আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর আস্থা রেখে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করতে চায়।
এ ছাড়া মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশিং এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।