
রাজশাহী জেলার তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছেন। গর্তটির গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট হলেও, এখন পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্ত খনন কাজ করা সম্ভব হয়েছে।
পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে স্বাধীন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনায় পড়েন। সেই থেকে উদ্ধারকারীরা শিশুটিকে নিরাপদে বের করতে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে তিনটি এস্কেভেটর দিয়ে খননকাজ শুরু করা হয় এবং পরে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, "শিশু যে গর্তে আটকা পড়েছে, সেখানে পানি ও কাদা জমে থাকার কারণে উদ্ধার কাজ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।" তিনি জানান, প্রায় ২২ ঘণ্টা পার হওয়ার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধারকারীরা শিশুটির কান্নার আওয়াজ শুনেছেন, যা তাদের আশা জাগিয়ে রেখেছে। তবুও উদ্ধার অভিযানের পথে বড় চ্যালেঞ্জ এখনো বিদ্যমান।
স্থানীয়রা এবং উদ্ধারকর্মীরা শিশুটির জন্য দোয়া করছেন এবং দ্রুত তাকে নিরাপদে বের করার প্রত্যাশা প্রকাশ করছেন।