
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিযোগিতা করে তৃতীয়বারের মতো বিশ্বব্যাপী এই খেতাব অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতায় তাজিকিস্তান দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় স্থান অধিকার করেছে।
ফলাফল বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ কয়েকজন সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের শিক্ষক হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।
হাফেজ নেছার আহমদ আন-নাছিরী জানান, "শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।"
হাফেজ আনাস বাংলাদেশে জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জনের মাধ্যমে এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। বাছাইপর্বটি বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছিল।
আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।
হাফেজ আনাস বিন আতিক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র, যেখানে শায়খ নেছার আহমদ আন-নাছিরী তার শিক্ষক। এর আগে, গত বছর তিনি সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এবং একই বছর লিবিয়াতে অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও বিজয়ী হন।