
দায়িত্ব পরিবর্তনের সাম্প্রতিক এক সিদ্ধান্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে তার মূল কর্মস্থল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ফেরত পাঠানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে তার চাকরি ওই বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় জারি করা এই আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।