
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রায় ২২ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশু স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
শুরুর দিকে তিনটি এস্কেভেটর ব্যবহার করে খনন কাজ সম্পন্ন করা হয়েছে। এরপর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে গভীর নলকূপের গর্ত থেকে বের করার চেষ্টা চলছে। তবে পানি ও কাঁদার কারণে উদ্ধার কাজ বেশ জটিল হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, "শিশুটি যে গর্তে পড়েছে তার পাশে এস্কেভেটরের মাধ্যমে ৩০ ফুটের বেশি গভীর খনন করা হয়েছে। ফায়ার সার্ভিসের রেসকিউ টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে সুড়ঙ্গ করছে। নলকূপের জন্য খোঁড়া ওই গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যেকোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে।"
ঘটনার দিন বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিশু স্বাধীন নলকূপের গর্তে পড়ে। পরবর্তী সময় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর কয়েক দফা ক্যামেরা নামিয়ে গর্তের ভিতরে খোঁজ করেও শিশুটিকে দেখতে পাননি। তবে একই দিন দুপুরে শিশুর কান্নার আওয়াজ শোনা যায়, যার পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।