গণভোট নিয়ে তীব্র বিরোধ, দ্রুত সিদ্ধান্ত আসছে: আইন উপদেষ্টা


গণভোট নিয়ে তীব্র বিরোধ, দ্রুত সিদ্ধান্ত আসছে: আইন উপদেষ্টা

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এবং খুব শিগগিরই ফয়সালা আসবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, “২৭০ দিন আলোচনা চলার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক। আগে সংস্কারের বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন আবার গণভোট নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। দলগুলো এখন উত্তেজিত অবস্থান নিচ্ছে।” তিনি জানান, এই অনৈক্য বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও আলোচিত হয়েছে।

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও আছে।”

আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এখনো হয়নি। আগে সংস্কারবিষয়ক কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল, এখন নতুন করে দুটি বিষয়ে মতভেদ দেখা দিয়েছে—“একটি হলো জুলাই সনদ কোন পদ্ধতিতে পাস হবে, আরেকটি হলো গণভোট কবে অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর বিরোধ এতটাই তীব্র যে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না সরকার কীভাবে এগোবে। যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারাই এখন উত্তেজিত ভূমিকা নিচ্ছেন।”

আসিফ নজরুল আরও বলেন, “এতদিন আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় এখন আমাদের ভাবতে হচ্ছে—পরবর্তী পদক্ষেপ কী হবে।”

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। “ঐকমত্য কমিশন দুটি বিকল্প দিয়েছে,” উল্লেখ করে তিনি বলেন, “একটি হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোট; যদি ২৭০ দিনের মধ্যে না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হবে। আরেকটি বিকল্প হলো—এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এখন কোনটা বেশি গ্রহণযোগ্য, তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে।”

গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা বলেও জানান আসিফ নজরুল। “সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাঁকে সহায়তা করব। এটা কোনো ব্যক্তি বা দলীয় সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে,” বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর আল্টিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, “কোনো দল যদি জোর করে তাদের অবস্থান চাপিয়ে দিতে চায় বা সময়সীমা বেঁধে দেয়, তাহলে বোঝা যায় তারা ঐকমত্যে পৌঁছায়নি। আমরা তাদের যথেষ্ট সময় দিয়েছি। এখন তাদেরই ভাবা উচিত—তারা জুলাইয়ের চেতনা কোথায় নিয়ে যাচ্ছেন।”

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা কমিশনের সুপারিশ নিয়েছি। এই সুপারিশ বাস্তবায়নের স্বাধীনতা সরকারের আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×