ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ নামের একটি প্রতীক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত গেজেটে এই প্রতীকটি ১০২ নম্বর ক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানান, কমিশনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া যায়নি। তবে ইসি নিজ উদ্যোগে নতুন একটি প্রতীক নির্ধারণ করে তা গেজেটে প্রকাশ করবে বলেও তিনি জানিয়েছিলেন।