৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ


৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপিএসসি জানিয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—মোট আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে আবশ্যিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে নেওয়া হবে।

আবশ্যিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী, পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিষয়ভেদে দুপুর ১টা বা ২টা পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী:

২৭ নভেম্বর: বাংলা প্রথম পত্র (০০১)

৩০ নভেম্বর: বাংলা দ্বিতীয় পত্র (০০২)

১ ডিসেম্বর: ইংরেজি (০০৩)

৩ ডিসেম্বর: বাংলাদেশ বিষয়াবলি (০০৫)

৪ ডিসেম্বর: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭)

৭ ডিসেম্বর: গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯)

৮ ডিসেম্বর: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)

আবশ্যিক পরীক্ষার পর, ১০ ডিসেম্বর থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে। এগুলো পর্যায়ক্রমে ১০, ১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিপিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd/) এ প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×