মতিঝিল-শাহবাগ রুটে চলছে মেট্রোরেল


মতিঝিল-শাহবাগ রুটে চলছে মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চালুর পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো সেবা শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিএমটিসিএল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর প্রায় ৩টায় উত্তর-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রো ট্রেন পুনরায় চলাচল শুরু করে। সেই সময় আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন এখনও বন্ধ ছিল।

ডিএমটিসিএল জানিয়েছে, ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার কারণে বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে যাত্রী সুবিধার কথা বিবেচনা করে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তর-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×