মৃত্যুর আগেই জীবনের ভার অনুভব করেছিলেন দুর্ঘটনায় নিহত আজাদ


মৃত্যুর আগেই জীবনের ভার অনুভব করেছিলেন দুর্ঘটনায় নিহত আজাদ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া লোহার বিয়ারিং প্যাডের আঘাতে সিএম আজাদ আবুল কালাম (৩৮) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার কিশোরকাঠি গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ফার্মগেট এলাকার ব্যস্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ করেই মেট্রোরেলের পিলারের সংযোগস্থল থেকে একটি ভারী অংশ নিচে পড়ে যায় এবং তা আজাদের মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আজাদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ইচ্ছে তো অনেক... আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”

তার এই শেষ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অসংখ্য মানুষ মন্তব্যে শোক প্রকাশ করে লিখেছেন, “মৃত্যুর আগেই যেন তিনি জীবনের ভার অনুভব করেছিলেন।”

এদিকে ঘটনাটি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নেটিজেনরা মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অবহেলার দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহি দাবি করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×