বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়


বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়। আগামী তিন দিনের মধ্যেই এটি আকার নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। শুক্রবার, ২৪ অক্টোবর প্রকাশিত সর্বশেষ আপডেটে সংস্থাটি জানায়, সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’।

আইএমডি জানিয়েছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে সাগর অস্থির হয়ে উঠবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

থাইল্যান্ডের দেওয়া ‘মন্থা’ নামটির অর্থ থাই ভাষায় ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নাম বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আগে থেকেই নির্ধারণ করে রাখে। এবার সেই তালিকা অনুযায়ী থাইল্যান্ডের প্রস্তাবিত নামটি ব্যবহার করা হচ্ছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ডব্লিউএমও’র আওতায় থাকা ১৩টি দেশ পালাক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে শুক্রবার একটি বিশেষ আবহাওয়া বুলেটিন জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: এনডিটিভি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×